আরামবাগ, ৫ জানুয়ারি:- মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আরামবাগ হাসপাতালে কেক,ফল বিতরন করলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরী। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। রাজ্যের বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনে ব্যাস্ত দলীয় কর্মী সমর্থকেরা। সেই জন্য আরামবাগে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করা হলো আরামবাগ পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরীর উদ্যোগে।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্মদিন উপলক্ষে আরামবাগ হাসপাতালে সমস্ত রোগীদের কেক, ফল বিতরণ করা হয়। প্রসূতি মা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সহ আরামবাগ হাসপাতালে থাকা সব রোগী দের হাতে ফল ও কেক তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরী সহ একাধিক নেতৃত্ববৃন্দ।









