সুদীপ দাস, ৩০ ডিসেম্বর:- গভীর রাতে একটি মোটর বাইকে লাগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজনা। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে ততক্ষনে বাইকটির বেশীরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার গভীর রাত দু’টো নাগাদ ঘটনাটি ঘটেছে হুগলীর চুঁচুড়া থানার অন্তর্গত চকবাজার কালীতলা বাঁধের ধার এলাকায়। ওই এলাকার বাসিন্দা পেশায় ফুল ব্যাবসায়ী সেন্টু মন্ডল পরিবার নিয়ে থাকেন। দীর্ঘ ৯বছর ধরে বাড়ি লাগোয়া রাস্তার পাশেই সেন্টু বাবুর মোটর বাইক রাখা থাকে। এদিন গভীর রাত দু’টো নাগাদ টায়ার ফাঁটার বিকট শব্দে ঘুম ভাঙে সেন্টুর পরিবারের।
তড়িঘড়ি তাঁরা উঠে দেখেন মোটর বাইকটি দাউ-দাউ করে জ্জ্বলছে। এরপর প্রতিবেশীরা উঠে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ততক্ষনে বাইকটির বেশীরভাগ অংশ পুড়ে যায়। পাশাপাশি আগুনের তীব্রতায় ঘরের টালির চাল, একটি ক্যারম বোর্ড সহ বিছানার একাংশ এবং রাস্তার কেবলের তার পুড়ে যায়। মন্ডল পরিবারের অভিযোগ কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে বাইকে আগুন লাগিয়ে দিয়েছে। পরে স্থানীয় কো-অর্ডিনেটর ঝন্টু বিশ্বাসের হস্তক্ষেপে এবিষয়ে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।