তরুণ মুখোপাধ্যায়, ২৭ ডিসেম্বর:- হুগলি জেলা তৃণমূল স্পোর্টস সেলের সভাপতি হলেন শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ। গতকাল তৃণমূল স্পোর্টস সেলের রাজ্য সভাপতি বাবুন বন্দ্যোপাধ্যায় তার হাতে এই দায়িত্ব তুলে দেন। সুবীর বাবু বলেন হুগলি জেলা খেলাধুলার ক্ষেত্রে বরাবর বাংলা তথা ভারতবর্ষের মধ্যে অগ্রণী ভূমিকা রয়েছে। আমাদের জেলা থেকে বিভিন্ন সময়ে ফুটবল-ক্রিকেট, হকি, টেবিল টেনিস, রাইফেল শুটিং, সাঁতার প্রভৃতি খেলায় বহুগুণী খেলোয়াড় রাজ্য তথা ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করেছেন, এমন কি অলিম্পিকের আসরেও অংশ নিয়েছেন। তাই আমরা চাই খেলাধুলার ক্ষেত্রে এই জেলা তার সুনাম যাতে অক্ষুন্ন রাখতে পারে সে ব্যাপারে আমরা সর্বাঙ্গে নজর দেবো। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
তৃণমূল সরকার গঠন হওয়ার পর সারা রাজ্যের খেলাধুলার ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। নুতন নুতন ক্রীড়াঙ্গন বা স্টেডিয়াম গড়ে উঠছে, খেলোয়াড়দের উৎসাহ দেয়া হচ্ছে, প্রাক্তন খেলোয়াড়দের যথাযথ সম্মান দেয়া হচ্ছে। সেই ধারা অক্ষুণ্ন রাখতে আমাদের প্রচেষ্টা জারি থাকবে। সুবীর বাবু বলেন আমাদের জেলার বিভিন্ন গ্রামগঞ্জে বহু প্রতিভার লুকিয়ে আছে যারা প্রদীপের আলোয় আসতে পারেন না, অথচ তাদের যে প্রতিভা বা দক্ষতা তা অত্যন্ত ঈর্ষণীয়। আমাদের প্রধান কাজ হবে সেই সমস্ত খেলোয়াড়দের তুলে এনে রাজ্য তথা আন্তর্জাতিক স্তরে তারা যাতে প্রতিনিধিত্ব করতে পারেন সেই চেষ্টাই করবো। এদিকে সুবীর বাবুর উপর এই দায়িত্ব দেওয়া অত্যন্ত খুশি এই জেলা ক্রীড়া সংস্থাগুলো। তাদের বক্তব্য সুবীর ঘোষ (ভাই দা) অত্যন্ত দক্ষ সংগঠক। রাজনীতির আঙ্গিনায় এই জেলার অত্যন্ত জনপ্রিয় একটি নাম। আমরা আশা করব তিনি যেমন রাজনীতিতে সফল তেমনি তাঁর নেতৃত্বে এই জেলার খেলাধুলার ক্ষেত্রে যাতে বাংলার মধ্যে সেরা হতে পারে সেই চেষ্টা করবেন।