এই মুহূর্তে জেলা

পাশে পুরনিগম। নিরাপদ আশ্রয় পেলেন অসহায় বৃদ্ধা।


হাওড়া, ২৪ ডিসেম্বর:- হাওড়া পুরসভার পরিচালনাধীন শহুরী গৃহহীনদের আবাস প্রকল্প ‘ঘরে ফেরা’র মাধ্যমে শিবপুর নিবাসী এক বৃদ্ধা আশ্রয় পেলেন। কমলা দেবনাথের আপাতত থাকা-খাওয়ার ব্যবস্থা হয়েছে হাওড়ার ওই আবাসে। পশ্চিমবঙ্গ নগর জীবিকা মিশনের অধীনে হাওড়া পুরনিগমের পরিচালনায় শহুরী গৃহহীনদের জন্য ওই আবাস প্রকল্পে কমলাদেবীর মাথা গোঁজার আশ্রয় মিলেছে। জানা গেছে, ওই বৃদ্ধার নিজের আত্মীয়স্বজন বলতে কেউ নেই। একাই থাকতেন দরজা নেই এরকম একটি খোলা ঘরের মধ্যে। কখনো নিজে রান্না করে আবার কখনো প্রতিবেশীদের সাহায্যে খাবার পেতেন তিনি। বর্তমানে নানান শারীরিক সমস্যা এবং প্রচন্ড ঠান্ডার কারণে উনি কার্যত খুবই অসহায় পরিস্থিতিতে দিনযাপন করছিলেন।

বিষয়টি ওনার এক প্রতিবেশীর মাধ্যমে হাওড়া পুরনিগমের পুর প্রশাসকমন্ডলীর ভাইস-চেয়ারম্যান সৈকত চৌধুরীর নজরে আসে। সৈকতবাবু নিজে পৌঁছে যান কমলাদেবীর কাছে। তিনি অসহায় বৃদ্ধার পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এর পাশাপাশি এগিয়ে আসেন এলাকার সমাজসেবী সুশোভন চট্টোপাধ্যায়ও। এরপর এদের উদ্যোগেই হাওড়া পুরনিগমের গৃহহীন মানুষের থাকার জায়গা ‘ঘরে ফেরা’ আবাসনে ওই বৃদ্ধার থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। পুরনিগমের এই ভূমিকায় খুশি বৃদ্ধার প্রতিবেশীরাও।