হুগলি, ১৭ ডিসেম্বর:- হাওড়া বর্ধমান শাখায় তালান্ডু স্টেশনে রেল অবরোধ যাত্রীদের। নির্ধারিত সময়ে ট্রেন না আসায় রেল লাইনে নেমে বিক্ষোভ শুরু করে যাত্রীরা। সময়ে ট্রেন না ধরতে পারলে কর্মস্থলে যেতে দেরি হয়ে যায় তাই সময়সূচি মেনে ট্রেন চলার দাবী যাত্রীদের। অবরোধের জেরে হাওড়া বর্ধমান মেইন লাইনে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যায় পরেন নিত্যযাত্রীরা। জিআরপি আরপিএফ যাত্রীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে
কুয়াশা আর মাল গাড়ি পাশ করানোর ফলে ট্রেন সময়ে চলছে না বলে অভিযোগ। ঘটনায় সকাল ৭ট ১৫ মিনিট থেকে অবরুদ্ধ হয়ে আছে হাওড়া-বর্ধমান মেন শাখায় আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল। অবরোধরের জেরে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পরে। রেল যাত্রীদের বক্তব্য কোভিডের আগে সকাল ৫টা ৪২এ বর্ধমান থেকে ছাড়তো ৩৭৮১৮ বর্ধমান-হাওড়া লোকাল। সকাল ৬টা ৩৭ এ সেই ট্রেনটির ঢুকতো তালান্ডু স্টেশনে। রেল চলাচল স্বাভাবিক হলেও সেই ট্রেনটি এখন আর চালু নেই। পুনরায় সেই ট্রেন চালু করার দাবীতেই অবরোধ চলছে।