কলকাতা, ৯ ডিসেম্বর:- বিধান রায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভা পশ্চিমবঙ্গের সব মুখ্যমন্ত্রীর বাছাই করা ভাষণ সংকলন প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। বিধানচন্দ্র রায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত রাজ্যের যতজন মুখ্যমন্ত্রী হয়েছেন, বিধানসভায় তাদের উল্লেখযোগ্য বক্তৃতার সংকলন প্রকাশ করা হবে বলে বিধানসভার গ্রন্থাগার কমিটি জানিয়েছে। বিধায়ক এবং গবেষকরা তা পড়তে পারবেন। বিধানসভার লাইব্রেরি কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজ্যের সমস্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীদের বক্তব্যের সংকলন করে একে একে প্রকাশ করা হবে। বিধানসভার নিজস্ব ওয়েবসাইটে সাধারণ মানুষের জন্য প্রকাশ পাবে এই বক্তব্যের সংকলন। বিধানসভার ভিতরে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের বক্তব্যের সংকলন উদ্ধার করা সম্ভব হয়েছে। তার মধ্যেই কিছু বক্তব্য বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করিয়ে নিয়ে প্রকাশ করা হবে। যার প্রথমটা শুরু হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে দিয়ে। আগামী বছর অর্থাৎ ২০২২, ১ লা জুলাইতে বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবসে পালন করা হয়।
সেইদিনই এই বিশেষ সংকলনের প্রকাশ হবে বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায়। তালিকায় রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থশঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় দেওয়া বক্তৃতার সংকলন প্রকাশ করা হবে। শুরুটা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে দিয়ে তারপরেই একে একে একাধিক মুখ্যমন্ত্রী যারা রাজ্যের প্রশাসনিক ভার সামলেছেন তাঁদের বক্তব্য রাখা হবে সংকলের আকারে। সবটাই প্রকাশ করা হবে বিধানসভার ওয়েবসাইটে। ভবিষ্যতে বইয়ের আকারে পাঠকদের কাছে পৌঁছানো যায় কিনা চিন্তাভাবনাও চলছে। এর জন্য পরামর্শ নেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের। বিধানসভায় লাইব্রেরি কমিটির বক্তব্য, অনেকেই এই ধরনের বক্তৃতার সংকলন পেতে আগ্রহী। গবেষকদের কাজে লাগবে কিংবা কারও মনে হলে রাজ্যের মুখ্যমন্ত্রীদের বক্তৃতার বিভিন্ন অংশ কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন – এই সব ভাবনা থেকেই এই ধরনের সিদ্ধান্ত বলে জানাচ্ছে লাইব্রেরি কমিটির দায়িত্বপ্রাপ্তরা।