সুদীপ দাস, ৮ ডিসেম্বর:- মাদার ডেয়ারীর নাম পরিবর্তনের বিরুদ্ধে পথে নামলো বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ। এদিন ডানকুনিতে মাদার ডেয়ারী কারখানার সামনে গেট সভার আয়োজন করে সিআইটিইউ অনুমোদিত হুগলী জেলা ঠিকা শ্রমিক ইউনিয়নের মাদার ডেয়ারী শাখা। সম্প্রতি রাজ্য সরকার মাদার ডেয়ারীর নাম পরিবর্তন করে বাংলা ডেয়ারী করার সিন্ধান্ত গ্রহন করেছে। এরপর থেকেই প্রতিবাদে সরব হয়েছে বাম শ্রমিক সংগঠন। তাঁদের দাবী জন্মাবার পর থেকে মাদার ডেয়ারী নামটিই আজ সামগ্র বিশ্বে সমাদৃত। তাই মাদার কথাটি তোলা চলবে না। একান্তই নাম পরিবর্তনের প্রয়োজন হলে বাংলার মাদার ডেয়ারী করা হোক। মুলত এই দাবীই তুলছে বাম দলগুলি। বুধবার বিকেলে এই দাবীতেই বাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ফ্যাক্টরির সামনে গেট সভার আয়োজন করা হয়। নাম পরিবর্তনের পাশাপাশি শ্রমিকদের স্বার্থে মোট ৫দফা দাবী তুলে ধরা হয় এই সভা থেকে। অবিলম্বে তাঁদের দাবীগুলি মানা না হলে তাঁরা আগামীদিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুমকি দেয়।
