হুগলি,২১ ফেব্রুয়ারি:- পাঁচদিন আগে, গত রবিবার, হুগলীর চণ্ডীতলা থানা এলাকার শিয়াখালায় পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বারাসাত পুরসভার জনপ্রিয় কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য্য। তিনি যে গাড়ির আরোহী ছিলেন সেই বোলেরো গাড়িটি ধাক্কা মারে এক ট্রাক্টর কে।ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূলের জনপ্রিয় নেতা ও কাউন্সিলার প্রদ্যুৎ ভট্টাচার্যের। গাড়িতে সওয়ারী তাঁর ভাই প্রণব ভট্টাচার্য্য একই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান।গাড়ি চুরমার হয়ে দুই আরোহীর মৃত্যু হলেও আশ্চর্যজনকভাবে সেই ভয়াবহ দুর্ঘটনায় অক্ষত থেকে যান বোলেরোর চালক দেবকুমার দে। এ নিয়ে কাউন্সিলারের পরিবারে ও ঘনিষ্ঠ মহলে কানাঘুঁষো ছিলই। ছিল অন্তর্ঘাতের আশংকা। ছিল কুটিল ষড়যন্ত্রের ইঙ্গিত। অবশেষে এনিয়ে প্রয়াত কাউন্সিলারের স্ত্রী মৌমিতা ভট্টাচার্য শুক্রবার চণ্ডীতলা থানায় অভিযোগ দায়ের করে জানান এতদিন পারলৌকিক ক্রিয়াকর্মের জালে আটকে থাকায় অভিযোগ দায়ের করতে পারেন নি।
দুর্ঘটনায় চালক দেবকুমার দের গায়ে কার্যত আঁচড় না পড়ার দিকে অঙ্গুলি নির্দেশ করে মৌমিতা ভট্টাচাৰ্য জানিয়েছেন তাঁর স্বামী ও দেবরকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। কি কারণে এই খুন তা অভিযোগপত্রে খোলসা না করলেও কাউন্সিলার পত্নী তাঁর ‘দৃঢ় বিশ্বাসের ‘ কথা ব্যক্ত করে আবেদন জানিয়েছেন ‘উদ্দেশ্যপ্রনোদিত ভাবে এই একসিডেন্ট ঘটিয়ে স্বামী এবং দেবরকে ‘ হত্যার বিষয়টি তদন্ত করে দেখা হোক। শুক্রবার বিকেলে বারাসাত পৌরসভার উপপ্রধান ও তৃণমূল নেতা অশনি মুখোপাধ্যায়কে সাথে নিয়ে চণ্ডীতলা থানায় খুনের অভিযোগ দায়ের করেন প্রদ্যুৎ ভট্টাচার্য্যর স্ত্রী মৌমিতা ভট্টাচার্য্য।






