এই মুহূর্তে কলকাতা

বেলেঘাটা আইডিতে বিশেষ ওমিক্রণ রুম তৈরী করার নির্দেশ রাজ্য সরকারের।


কলকাতা, ৩ ডিসেম্বর:- আতঙ্ক বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেইন ওমিক্রণ। এরাজ্যে এখনো কোনও করোনা রোগীর দেহে এখনও নতুন প্রজাতির ভাইরাসের সন্ধান মেলেনি। কিন্তু প্রস্তুতিতে কোনও ফাঁক রাখা হচ্ছে না।ওমিক্রণ ভাইরাসের সংক্রমন ও প্রতিরোধে একগুচ্ছ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। যেসমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে ১) বেলেঘাটা আইডিতে বিশেষ ওমিক্রণ রুম তৈরী করার নির্দেশ রাজ্য সরকারের। ২) কেবলমাত্র আন্তর্জাতিক বিমান নয় দেশীয় বিমানগুলির ক্ষেত্রেও আর টি পিসি আর পরীক্ষা বাধ্যতামূলক করা হলো। ৩) বাংলাদেশ সিঙ্গাপুর সহ যে দেশ গুলি থেকে বেশি সংখ্যক বিমান কলকাতা বিমানবন্দর থেকে ওঠা নামা করে তার ক্ষেত্রে বিশেষ নজর দিতে নির্দেশ। বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এমনটাই নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর।