কলকাতা, ৩০ নভেম্বর:- করোনার প্রকোপ একটু কমতেই খুলে গিয়েছে স্কুল৷ ক্লাস করতে যাচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা৷ এবার পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদেরও স্কুলে ডাকার ইঙ্গিত মিলল৷ কয়েক সপ্তাহের মধ্যেই মিড ডে মিলের রান্না শুরু হয়ে যাবে৷ আর তাতেই মিলেছে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল খোলার ইঙ্গিত৷ ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস৷ ফলে তখন মিড-ডে মিল চালু করা হয়নি৷ তবে এবার চিঠি গেল স্কুল শিক্ষা দফতরের তরফে মিড-ডে মিলের বিষয়টি যিনি তদারকি করেন তাঁর কাছে৷ অপর একটি চিঠি এসেছে জেলা শাসকের কাছে৷ মিড-ডে মিল রান্না করার সরঞ্জাম ঠিকমতো রয়েছে কি না সেই তথ্য চেয়ে পাঠানো হয়েছে। কোন স্কুলে মিড ডে মিল প্রকল্পের অবস্থা কোন পর্যায়ে রয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্টও চেয়েছে বিকাশ ভবন।
জানা গিয়েছে, ডিসেম্বরের মধ্যেই স্কুলগুলিকে এই তথ্য জমা করতে বলা হয়েছে৷ ২৮ ডিসেম্বরের মধ্যে মিড ডে মিল সম্পর্কিত যাবতীয় কাজ সেরে ফেলতে চাইছে বিকাশ ভবন। যাতে নীচু ক্লাসের পড়ুাদের জন্য স্কুল খুললে তারা প্রথম থেকেই রান্না করা মিড ডে মিল পেতে পারে৷ এই প্রস্তুতির মধ্যেই আগামী জানুয়ারি মাসের শুরুতেই পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য অফলাইন ক্লাস শুরুর প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছে বিকাশ ভবন। তবে গোটাটাই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপরে৷ কারণ ডেল্টার পর আপাতত চোখ রাঙাচ্ছে ওমিক্রন৷ বিভিন্ন দেশে বাড়ছে করোনার নয়া রূপের দাপট৷