এই মুহূর্তে জেলা

শ্রীরামপুর স্টেডিয়াম মাঠের অস্বাস্থ্যকর পরিবেশের বদল ঘটিয়ে মাঠ সংস্কারের দাবি ক্রীড়া সংগঠকদের।

হুগলি, ২৯ নভেম্বর:- অনেকদিন ধরেই সংস্কারের অভাবে খেলাধুলার অযোগ্য হয়ে পড়েছে শ্রীরামপুর স্টেডিয়াম। শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থার মাঠ বেহাল হয়ে পরে থাকার কারণে বন্ধ রয়েছে ক্রিকেট ও ফুটবলের মতো খেলা। ফলে মাঠের দৈন্যদশা নিয়ে ক্ষোভ বাড়ছিল ক্রীড়ামোদী মানুষের মধ্যে। সোমবার দুপুরে শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে ক্রীড়া সংস্থার বৈঠকে সংগঠনের সভাপতি তথা শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী ও শ্রীরামপুরের পুরপ্রশাসক গৌরমোহন দে কে হাতের কাছে পেয়ে ঐতিহাসিক স্টেডিয়ামের সংস্কারের জোড়ালো দাবি তোলেন। বেশ কয়েকজন ক্রীড়া সংগঠকের সঙ্গে মহকুমা শাসক ও পুরপ্রশাসক সরাসরি কথা বলেন।

সেখানে মহকুমা ক্রীড়া সংগঠক তরুণ মিত্র, শম্ভুনাথ রায়, দিলীপ মালাকার ও পুরসভার নোডাল অফিসার সৌভিক পান্ডা হাজির ছিলেন। বৈঠকে শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংগঠনের পক্ষে জানানো হয় খেলাধূলার ক্ষেত্রে শ্রীরামপুরের স্টেডিয়াম মাঠের গুরুত্ব অপরিসীম।কিন্তু মাঠের স্বাস্থ্য এতটাই বেহাল অনেক বছর ধরে বড় মাপের খেলা হয়নি। মাঠের অস্বাস্থ্যকর পরিবেশের বদল ঘটিয়ে মাঠের সংস্কারের দাবি করেন ক্রীড়া সংগঠকেরা। সেই সঙ্গে স্পোর্টিং মাঠ, টেনিস ক্লাব ও রাইফেল গ্রাউন্ড এবং সুইমিং পুলকে সংযুক্ত করে স্পোর্টস কমপ্লেক্সের দাবি ও করেন মহকুমা ক্রীড়া সংগঠকরা।