হাওড়া, ১৭ নভেম্বর:- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরুদ্ধে তোপ দেগেছিলেন হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। যা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। সুরজিৎ সাহাকে পার্টি থেকে বহিষ্কার করে বিজেপি রাজ্য নেতৃত্ব। এবার ঘটনায় সুরজিতের প্রতি সমর্থন জানিয়ে দলের হাওড়া জেলা সদরের সম্পাদকের দায়িত্ব থেকে সরে গেলেন সুরজিৎ ঘনিষ্ঠ বিমল প্রসাদ। মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় বিমল প্রসাদ বলেন, “আমি দলের হাওড়া সদরের সম্পাদক ছিলাম। এবং দলের আইটি সোস্যাল মিডিয়ার ইনচার্জ ছিলাম। আমি দলের এই দায়িত্ব থেকে পদত্যাগ করছি।
গত ২ -৩ দিন ধরে আমাদের জেলায় যে রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে এবং আমাদের সদরের জেলা সভাপতি (বর্তমানে বহিষ্কৃত) এবং সব কার্যকর্তাকে যেভাবে দোষারোপ করা হয়েছে সেটা আমি মেনে নিতে পারছি না। যে অভিযোগ করা হয়েছিল রাজ্য নেতৃত্বের তরফ থেকে তা আমি তা অস্বীকার করছি। এই নিয়ে প্রতিবাদ করায় আমাদের দলের সদরের সভাপতি সুরজিৎ সাহাকে বহিষ্কার করা হয়েছে। সেটাও আমি মেনে নিতে পারছি না। তাই ওনার লড়াইকে সমর্থন জানিয়ে আমি আমার সব দায়িত্ব পদ থেকে নিজে সরে যাচ্ছি।”