হাওড়া, ৩ নভেম্বর:- কালীপুজো ও ছটপুজোর আগে হাওড়ার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন পুর প্রশাসকমন্ডলীর সদস্যরা। বৃহস্পতিবার কালীপুজো। এরপর কালীপ্রতিমার বিসর্জনের জন্য দিন নির্দিষ্ট করা হয়েছে শুক্র, শনি ও রবিবার অর্থাৎ ৫, ৬ ও ৭ নভেম্বর। এছাড়া আগামী ১০ এবং ১১ নভেম্বর ছটপুজো রয়েছে। এর আগে হাওড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ গঙ্গার ঘাটগুলি পুরনিগমের তরফ থেকে বুধবার দুপুরে পরিদর্শন করা হয়।পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরীর নেতৃত্বে এদিন প্রশাসকমন্ডলীর একটি দল বিভাগীয় ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে বিভিন্ন ঘাট পরিদর্শন করেন। হাওড়ায় রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাট, বাঁধাঘাট, ফুলতলা ঘাট সহ বিভিন্ন ঘাট তাঁরা পরিদর্শন করেন।
সৈকত চৌধুরীর সঙ্গে এদিন ঘাট পরিদর্শনে যান প্রশাসকমন্ডলীর সদস্য বাপি মান্না, মনজিৎ রাফেল। উপস্থিত ছিলেন কনজারভেন্সি বিভাগের এক্সিকিউটিভ ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররাও। সৈকতবাবু বলেন, গ্রীন বেঞ্চের নির্দেশ মেনে দুর্গাপুজোতেও আমরা যেভাবে সুষ্ঠুভাবে নিরঞ্জন পর্ব সেরেছি ঠিক সেইভাবেই কালীপুজোতেও বিসর্জন পর্ব যাতে গ্রীন বেঞ্চ এর রায় মেনে হয় তার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও ছটপুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার ব্যবস্থা করা হচ্ছে। অনেকেই ছটপুজোর সময় রাস্তায় দন্ডী কাটেন। সেই কারণে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গঙ্গার ঘাটগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ভ্যাটগুলি সাফাই করার কাজ চলছে। এছাড়াও যেখানে রাস্তা সারাইয়ের প্রয়োজন সেখানে রাস্তাঘাট সারাইয়ের কাজ করা হচ্ছে। এছাড়াও ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে।