ত্রিপুরা, ২৬ অক্টোবর:- সেপ্টেম্বরে একাধিকবার দিন ঘোষণা হলেও সরকারি নিয়মের গেরোয় আটকে বাতিল হয়েছে তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়- এর ত্রিপুরা সফর। তবে ত্রিপুরায় পৌরসভা নির্বাচনের প্রাক্কালে ৩১শে অক্টোবর আগড়লায় আসছেন অভিষেক। রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন রাস্তায় জনসভা করবেন তিনি। মঙ্গলবার বিকেলে বনমালিপুরে ত্রিপুরা তৃনমূল কংগ্রেস স্টিয়ারিং কমিটির আহবায়ক সুবল ভৌমিকের বাড়িতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কুনাল ঘোষ জানান” অনেক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসতেন ত্রিপুরাতে, কিন্তু নিয়মের বেড়াজালে আসতে পারেন নি। তবে এবার তিনি আসছেন”। ইতিমধ্যেই এই জনসভা নিয়ে ব্যস্ততা তুঙ্গে ত্রিপুরা তৃনমূল নেতৃত্বের। লক্ষীপুজোর পরে ত্রিপুরার পৌরসভা নির্বাচন
ঘোষণা হওয়ার পর থেকেই ৮ টি জেলাতেই প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছে তৃনমূল। তাতেই আক্রান্ত হয়েছেন তৃনমূল সাংসদ সুস্মিতা দেব।মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মামুন খান। কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বাপটু চক্রবর্তী, আশীষ লাল সিং, সুবল ভৌমিক একে একে সব নেতারাই আক্রান্ত হয়েছেন। গোমতী জেলায় গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে কুনাল ঘোষকেও। পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় উপনির্বাচনের প্রচারে গিয়ে কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সরকারের সমালোচনা করেছেন।এবার খোদ ত্রিপুরায় আসছেন অভিষেক ।পৌরসভা নির্বাচনের আগে যুবরাজের ভাষণ শুনতে মুখিয়ে রয়েছেন ত্রিপুরা বাসী।আগরতলা পুর নিগমের ভোটে থাবা বসাতে মরিয়া ঘাসফুল শিবির। তারই বীজ বপন করতে আগরতলায় আসছেন অভিষেক বলে মত রাজনীতির কারবারীদের।