কলকাতা, ২২ অক্টোবর:- টিকাকরণে মাইলফলক স্পর্শ করল বাংলাও। এ রাজ্যে এখনও পর্যন্ত অন্তত ৫ কোটি লোক পেয়েছেন কোভিড টিকার প্রথম ডোজ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবারই রাজ্যে টিকা দেওয়া হয়েছে ৯ লক্ষ ৪ হাজার ৯০৩ জনকে। টিকাকরণের সংখ্যায় প্রথম স্থানে রয়েছে দেশের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। এ রাজ্যে টিকার ১২ কোটিরও বেশি ডোজ দেওয়া হয়েছে। তার পরেই মহারাষ্ট্র। টিকার প্রায় সোয়া ৯ কোটি ডোজ দেওয়া হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বাংলায় টিকার ৬ কোটি ৮২ লক্ষ ডোজ দেওয়া হয়েছে। গুজরাটে টিকার সাড়ে ৬ কোটি ডোজ দেওয়া হয়েছে। টিকার ৬ কোটি ডোজ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশে।
দু’জন রাজ্যবাসীর মধ্যে অন্তত একজনের প্রথম টিকা পাওয়ার লক্ষ্যপূরণ হয়ে গিয়েছে সেই কবেই। এবার বাংলার লক্ষ্য রাজ্যওয়াড়ি প্রথম ডোজ টিকাকরণে ‘লেটার মার্কস’ অর্জন। এদিকে স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, কলকাতায় প্রথম ডোজ টিকাদান ১৩৫ শতাংশ পার করার পর এবার প্রথম ডোজ টিকাকরণে দ্বিতীয় স্থান অর্জন করেছে স্বাস্থ্য জেলা নন্দীগ্রাম। সূত্রের খবর, ১৬ অক্টোবর তারা ১০১.২৫ শতাংশ প্রথম ডোজ টিকাকরণ সম্পূর্ণ করে ফেলেছে। শুধু তাই নয়, খেজুরি-১ এবং রামনগর-২ ব্লকে তা ১০২ শতাংশ পেরিয়ে গিয়েছে। আর কাঁথি পুরসভায় তা হয়েছে ২২৬.২২ শতাংশ। জানা গেছে, কলকাতার পরই রাজ্যের যে দুটি জেলা প্রথম ডোজ টিকাকরণে ১০০ শতাংশ লক্ষ্য অর্জনে খুব ভালো কাজ করছে তারা হল নন্দীগ্রাম এবং উত্তর ২৪ পরগনা। উত্তরের প্রথম ডোজ টিকাকরণ ৮০ শতাংশ পেরিয়ে গিয়েছে। তাছাড়া কয়েকটি জেলায় প্রথম ডোজ টিকাদান ৭০ শতাংশ পেরিয়ে গিয়েছে।