সুদীপ দাস, ২০ অক্টোবর:- সংস্কারের অভাব ও একটানা বৃষ্টির জেরে চুঁচুড়া শহরে ঐতিহাসিক ডাচ নিকাশী সুরঙ্গ ক্ষতিগ্রস্থ! কিছুটা হলেও দেরিতে নড়েচড়ে বসলো হুগলি-চুঁচুড়া পৌরসভা। বুধবার পৌরসভার এক প্রতিনিধি দল সেই ডাচ টানেল সরেজমিনে ক্ষতিয়ে দেখতে উপস্থিত হন। প্রতিনিধি দলে পৌর প্রশাসক গৌরিকান্ত মুখার্জীর পাশাপাশি উপস্থিত ছিলেন পুরসভার ইঞ্জিনিয়াররা। এদিন বিশ্বকবি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত দত্ত লজ সংলগ্ন দত্ত বাড়িতে ঢুকে পরিবারের সাথে কথাবলেন পৌর প্রতিনিধি দল। এরপর নৌকা সহযোগে গঙ্গা থেকে ওই টানেলে প্রবেশ করে ক্ষতিগ্রস্থ অংশ ক্ষতিয়ে দেখেন তাঁরা।
দেখা যায় টানেলের মুখ থেকে কয়েকফুট ভিতরে ডানদিকের দেওয়ালে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। যা অবিলম্বে সংস্কারের দরকার। না হলে যে কোন মুহুর্তে ক্ষতিগ্রস্থ অংশের উপরে অবস্থিত দত্ত পরিবারের বাড়ির অংশ ধসের কবলে পরতে পারে। বিষয়টি জানার পরই পৌর প্রশাসক দত্ত পরিবারকে অস্থায়ীভাবে পাশে অন্য কোন পরিচিতের বাড়িতে সরে যাওয়ার আবেদন জানান। পৌর প্রশাসক বলেন বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে পুরসভা। আপাতত কেএমডিএর সাথে কথা বলে ক্ষতিগ্রস্থ অংশ সংস্কারের ব্যাবস্থা করা হবে। যদিও ঘর ছাড়ার খবরে বিচলিত দত্ত পরিবার। তাঁর বলেন এই এলাকায় চুরির প্রবনতা বেশী। তাই টানেলের কথা ভেবে আতঙ্কগ্রস্থ হলেও এই মুহুর্তে কি ভাবে তাঁরা ঘর ছাড়বেন তা ভেবেই সন্ধিহান দত্ত পরিবার!