নদীয়া, ১৯ অক্টোবর:- আসন্ন উপনির্বাচন উপলক্ষ্যে শান্তিপুর শহর অন্তর্গত বাগ আঁচড়া অঞ্চলে তৃণমূলের রানাঘাট সাংগঠনিক নেত্রী রত্না ঘোষ করের উপস্থিতিতে তৃণমূলের প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী কে সাথে নিয়ে প্রত্যেক বুথে বুথে চললো নির্বাচনী প্রচার। তাৎপর্যপূর্ণ ভাবে এই অঞ্চলের ২৬ নাম্বার বুথ থেকে প্রায় ৫০ টি বিজেপি পরিবার যোগ দিলো তৃণমূল কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাগ আঁচরা পঞ্চায়েত অঞ্চল থেকে বিজেপির সদস্য সমর্থক বৃন্দ তৃণমুলে যোগদান করায় সেখানে শাসক দলের অনেকটা শক্তি বৃদ্ধি হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে এক নজরে দেখে নেবো এই বিষয়ে বেশ কিছু প্রতিক্রিয়া।
