আরামবাগ, ১৮ অক্টোবর:- আরামবাগ মহকুমার গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালি নতুন বাজার এলাকা থেকে দশ লিটার চোলাই মদসহ তিন জনকে গ্রেফতার করে গোঘাট থানার পুলিশ। এদিন ধৃতদের মেডিকেল পরীক্ষা করার পর গোঘাট থানার পুলিশ আরামবাগ মহকুমা আদালতে তোলে পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিরা হলেন অজয় কোটাল, রাকেশ কোটাল, কাশীনাথ কোটাল। স্থানীয় মানুষের দাবী এলাকায় চোলাই মদের রমরমা চলছিলো।পুলিশ খবর পেয়ে তৎপরতার সঙ্গে অভিযান চালায়।
গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে হাতে নাতে ধরে ফেলে দুষ্কৃতিদের। পুলিশ সুত্রে জানা গেছে, চোলাই মদের রমরমা বন্ধ করতে পুলিশ এই ধরনের অভিযান চলবে।বিশেষ সুত্রে জানা গেছে গোঘাটের মধ্যে বালি ও মথুরা, কুমুড়শা অঞ্চলের একাংশে গোপনে বেআইনি ভাবে চোলাই মদের ব্যবসা চলছে। পুলিশ তা জানতে পেরে অভিযান শুরু করেছে। সবমিলিয়ে চোলাই মদের আসক্তি থেকে এলাকার মানুষকে বাঁচাতে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকার মানুষ।