এই মুহূর্তে

রিষড়ায় পুলিশ সেজে ব্যাবসায়ীদের থেকে প্রতারণার অভিযোগে ধৃত যুবক।

হুগলি, ১৪ অক্টোবর:- থানার বড়বাবু, মেজবাবু পরিচয় দিয়ে জামাকাপরের দোকান থেকে পোশাক সামগ্রী নিয়ে হাত পাকানো শুরু রিষড়ার অভিজিৎ এর। বাঙ্গুর পার্কের বাসিন্দা অভিজিৎ মুখার্জি প্রথমে বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ করলেও, লকডাউনের পর কাজ হারায়। তারপর থেকেই বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে রিষড়া ও শ্রীরামপুর এলাকার বিভিন্ন দোকানে পুলিশ কর্তা সেজে বিভিন্ন জিনিস সামগ্রী নেওয়ার পাশাপাশি রেস্টুরেন্ট গুলোকেই পাখির চোখ করে। বাড়িতে বড় অনুষ্ঠানের নামে বড়সড় অর্ডার দিয়ে খাবারের গুণগত মান দেখার জন্য বাড়িতে খাবার পাঠাতে বলে। দিনের পর দিন এই ঘটনায় নাজেহাল হয়ে পড়ে রিষড়ার ব্যাবসায়ীরা। বাঙ্গুর পার্ক এলাকার এক রেস্টুরেন্ট ব্যাবসায়ীর অভিযোগের ভিত্তিতে অভিজিৎ কে গ্রেপ্তার করে রিষড়া থানার পুলিশ। আজ সকালে পাঠানো হয় শ্রীরামপুর মহকুমা আদালতে। অভিজিৎ এর গ্রেপ্তারের ঘটনায় স্বস্তি ব্যাবসায়ী মহলে।