হুগলি, ৩ অক্টোবর:- ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান যত বাড়ছে ততোই তৃণমূল কংগ্রেস কর্মীদের উৎসাহ হচ্ছে আকাশচুম্বী। রবিবার শেওড়াফুলিতে বৈদ্যবাটি পৌরসভা প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষের নেতৃত্বে শুরু হয়ে গেছে আবির খেলা।
আনন্দে আত্মহারা তৃণমূল কর্মীরা একে অপরকে আবির মাখিয়ে আনন্দ প্রকাশ করছেন। এ ব্যাপারে বলতে গিয়ে সুবীর বাবু জানালেন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যের উন্নয়নের জোয়ার এনেছেন তার প্রতি সাধারণ মানুষের এই কৃতজ্ঞতা। এদিন সকাল থেকে যেভাবে তার জয়ের গতি দুর্বার গতিতে ছুটছে তাতে এটাই প্রমাণ করে যে আমাদের নেত্রী জনগনের নেত্রী।