সুদীপ দাস, ২৭ সেপ্টেম্বর:- হাওড়ার ব্যাঁটরায় কাঠের গোলার ভিতরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন মধ্যবয়সী এক ছুতারমিস্ত্রি। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে এটি আত্মহত্যার ঘটনা। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সোমবার সারা দেশজুড়ে ডাকা হরতালের সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটে সোমবার সকাল ৭টা নাগাদ। মৃত শঙ্কর কোলের (৪৯) বাড়ি ব্যাঁটরা কদমতলার ইছাপুর রোডে।
তিনি ছুতারমিস্ত্রির কাজ করতেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অর্থনৈতিক সমস্যার কারণেই ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। মৃতের মেয়ে সাংবাদিকদের জানান, মাস দুয়েকের কাছাকাছি হাওড়ার ইছাপুরের অবসর সম্মিলনী ক্লাবের কাছে তাঁর বাবা সপরিবারে ভাড়া বাড়িতে এসেছিলেন। বাড়িতে এদিন কোনও অশান্তি গন্ডগোলও হয়নি। তা সত্বেও কেন এই ঘটনা ঘটল তা কেউই বুঝে উঠতে পারছেন না। তিনি সকালে ননদের ফোন পেয়ে বাপের বাড়ি ছুটে আসেন। জানতে পারেন এই ঘটনার কথা।