হাওড়া, ১৬ সেপ্টেম্বর:- ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থানের সময়সূচির ফের পরিবর্তন করল বেলুড় মঠ কর্তৃপক্ষ। বেলুড় মঠের ওয়েবসাইটে জানানো হয়েছে, ২২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ৮ টা থেকে বেলা ১১ টা ও বিকাল ৪ টা থেকে ৫-১৫ মিনিট পর্যন্ত ভক্ত দর্শনার্থীরা বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন। এরপর ১ অক্টোবর থেকে সামান্য বদল করা হচ্ছে এই সূচির৷ ওইদিন থেকে সকাল ৮ টা থেকে বেলা ১১টা ও বিকাল ৩-৩০ মিঃ থেকে ৫ টা পর্যন্ত বেলুড় মঠে প্রবেশ করা যাবে। প্রবেশের ক্ষেত্রে কোভিড বিধি যথারীতি মেনে চলতে হবে। অর্থাৎ দুটি ভ্যাক্সিনের ডোজ অথবা ৭২ ঘন্টার মধ্যে করা কোভিড নেগেটিভ রিপোর্ট লাগবে প্রবেশের ক্ষেত্রে।
এছাড়াও আগের বছরের মতো এই বছরও মহালয়া ও দূর্গাপুজোতেও সাধারণের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠের দরজা। পুজো শুধুমাত্র দেখা যাবে ভার্চুয়াল মাধ্যমে। ছটপুজোতেও বন্ধ থাকবে মঠ। তবে দূর্গাপুজোর লাইভ ওয়েককাস্ট দেখা যাবে মঠের ওয়েবসাইট ও নিজস্ব ইউটিউব চ্যানেলে। রামকৃষ্ণ মঠ ও মিশন সূত্রের খবর, এবার করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। স্বভাবতই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং দেশের কেন্দ্র ও রাজ্য সরকারের জারি করা কোভিড বিধি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার আপাতত স্থির হয়েছে গত বছরের মতোই মূল মন্দিরেই পুজো হবে। দূরত্ব বিধি মেনে সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরাই পুজোর সব আয়োজনে থাকছেন। কুমারী পুজো হবে মূল মন্দিরের পশ্চিমের বারান্দায়। পুজোয় যুক্ত সন্ন্যাসী, ব্রহ্মচারীদের মতো কুমারীর পরিজনদেরও কোভিড নেগেটিভ রিপোর্ট কিংবা কোভিড টিকার দুটি ডোজের শংসাপত্র থাকতে হবে।