এই মুহূর্তে জেলা

সিঙ্গুরে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ঝাঁপি ও প্যাঁচা নিয়ে ক্ষুদেরা।

হুগলি, ১৫ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রীর ঘোষিত অনুযায়ী আজ রাজ্যে শেষ দিন ‘দুয়ারে সরকার। লক্ষ্মী ভান্ডার সহ স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষক বন্ধু, সহ একাধিক প্রকল্পে উপভোক্তাদের আর্থিক অনুদানের সুবিধা পেতেই ‘দুয়ারে সরকার’ কর্মসূচী নেওয়া হয়েছিল। শেষদিকে সিঙ্গুর ব্লকের ২ নং পঞ্চায়েতের ব্যবস্থাপনায় দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ঝাঁপি ও প্যাঁচা নিয়ে ক্ষুদেরা। পঞ্চায়েতের উদ্যোগে ক্যাম্পে আসা উপভোক্তাদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেয় ক্ষুদে লক্ষ্মীশ্রীরা। ইতিমধ্যে সিঙ্গুর ব্লকে ৬৫ হাজার উপভোক্তা দুয়ারে সরকার ক্যাম্পে এসে সরকারি ফর্ম ফিলাপ করে জমা দিয়েছে। পঞ্চায়েতের উপপ্রধান কার্ত্তিক মাঝি জানিয়েছেন, তিন দফার দুয়ারে সরকার ক্যাম্পে চার হাজার জন মহিলাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ফর্ম ফিলাপ করানো হয়েছে। ইতিমধ্যে ব্যাঙ্ক একাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকতে শুরু হয়েছে। পাশাপাশি ২ নং পঞ্চায়েতের প্রধান জবা কর্মকার বলেন, সরকারীভাবে দুয়ারে সরকার কর্মসূচী নির্ধারিত সময়ে শেষ হলেও, আগামীদিন থেকে ক্যাম্পে ফর্ম ফিলাপ করা উপভোগদের বাড়ি বাড়ি গিয়ে খবরাখবর সংগ্রহ করতে হবে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে কিনা।