হুগলি, ১৩ সেপ্টেম্বর:- টানা দু ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হুগলির তারকেশ্বর পৌর সভার ৫, ৬, ১৪ নম্বর ওয়ার্ড ও রাজবাড়ীসহ বেশ কয়েকটি এলাকায়। নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষ থেকে শুরু করে শৈব মন্দিরে আসা পুর্নার্থীরা।রাস্তা পুরোপুরি নোংড়া ড্রেনের জলে ডুবে থাকায় সমস্যা পড়ছেন এলাকার মানুষ। বিশেষ করে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসে অসুবিধায় পড়েছেন বহু পুর্নার্থী। উল্লেখ্য ভারতবর্ষের মধ্যে অন্যতম পুর্ন্য স্থাম তথা তীর্থক্ষেত্র হলো তারকেশ্বর। দিনে কয়েক হাজার মানুষের যাতায়াত মন্দির চত্বরে। তবে করোনা পরিস্থিতিতে পুর্নার্থীর সংখ্যা কম হলেও প্রত্যেকদিন লোকসমাগম চোখে পড়ার মতোন।
এই রখম একগুরুত্বপুর্ন স্থানে জল জমে যাওয়া ও নিকাশী ব্যবস্থা বেহাল হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়। এদিন টানা বৃষ্টির জেড়ে তারকেশ্বর মন্দিরে যাওয়ার সময় এক হাঁটু জল পেরিয়ে মন্দিরে প্রবেশ করেন ভক্তরা। অন্যদিকে পাঁচ নং ওয়ার্ডের মন্দির চত্বর ছাড়াও জল জমেছে বেশ কয়েক ওয়ার্ডে। তারকেশ্বর পৌরসভা সুত্রে জানা গিয়েছে, তারকেশ্বর পৌরসভার নিকাশি ব্যবস্থা ঢেলে সাজাতে কাজ শুরু হয়েছে। বেশ কয়েকটি কাজ সম্পর্ন হয়েছে। আগামী দুই বছরের মধ্যে নাকি পুরোপুরি কাজ সম্পর্ন হয়ে যাবে।
কিন্তু স্থানীয় মানুষের দাবী নিকাশি ব্যবস্থা খুবই ধীর গতিতে হচ্ছে। তাই জল জমে যাওয়ায় ভুগতে হচ্ছে এলাকার সাধারণ মানুষ ও বাইরে থেকে আসা পুর্নার্থীদের দ্রুত নিকাশি ব্যবস্থার কাজ করা প্রয়জন। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা পিন্টু ভট্টাচার্য জানান, সামান্য বৃষ্টিতেই জল মগ্ন হয়ে পড়ে। রাজবাড়ীর গেটের সামনেও জল জমে যায়।কাজ হচ্ছে। অপরদিকে তারকেশ্বর পৌরসভার প্রশাসক স্বপন সামন্ত জানান, তারকেশ্বর পৌরসভার বেশ কিছু জায়গায় নিকাশি ব্যবস্থা করা হয়েছে। আগামী দুই বছরের মধ্যে ১৫ টি ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা সম্পুর্ন করা হবে। সবমিলিয়ে সামান্য বৃষ্টি হলেই নাজেহাল অবস্থা তারকেশ্বর শহরবাসীর। এখন দেখার কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে এলাকার মানুষ।