এই মুহূর্তে জেলা

ইডির নোটিশ এখন শালপাতার টুকরো , পানের দোকানিরাও পরোয়া করে না , মদন মিত্র !

সুদীপ দাস, ১২ সেপ্টেম্বর:- ইডির নোটিশ এখন শালপাতার টুকরো, পানের দোকানিরাও পরোয়া করে না, রবিবার শ্রীরামপুর মাহেশের বলরাম উৎসবে এসে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরকে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। এদিন মদনবাবুর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবন বন্দ্যোপাধ্যায়। বলরাম উৎসব উপলক্ষে প্রত্যেকবছর বহু মানুষকে বস্ত্র বিতরন করা হয়। সেই অনুষ্ঠানেই এদিন এসেছিলেন সদ্য দিদির কাছে চির রঙীন তকমা পাওয়া মদন মিত্র। তবে মাহেশে এসে কি আর জগন্নাথের দর্শন না সেরে যাওয়া যায়! তাই এদিন জগন্নথদেবের পুজো সেরেই কর্মসুচি সমাপ্ত করেন মদন।

আসন্ন উপ-নির্বাচনে দিদির বিপুল ভোটে জয়ের লক্ষ্যে এদিন প্রার্থনা করেন মদন ও বাবন। রবিবার স্ব-মহিমাতেই সাংবাদিকদের সামনে ধরা দেন মদন মিত্র। শ্যামা সঙ্গীত গেয়ে শোনানোর পাশাপাশি আগামি দিনে দলের লক্ষ্য যে দিল্লী তা নিজ ভঙ্গিমায় বুঝিয়ে দেন মদন। তবে এদিন ইডিকে একহাত নিতেই ছাড়েননি কামারহাটির এই বিধায়ক। তিনি বলেন বাবা জগন্নাথকে বললাম এমন দিন যেন দেখতে না হয় বাবা যেদিন তোমার দরজাতেও ইডির নোটিশ এসে পরবে। কারন ইডির নোটিশ এখন ছেঁড়া শালপাতার সমান। যাকে পানের দোকানিরাও পরোয়া করে না।