হাওড়া, ৬ সেপ্টেম্বর:- রবিবার রাতে হাওড়ার বালিহল্টের ২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন আহত হন। লরির সঙ্গে ইনোভা প্রাইভেট গাড়ির ওই সংঘর্ষে এরা গুরুতর আহত হন। আহতদের উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর জেরে ২ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে দুমড়ে-মুচড়ে যায় বেসরকারি গাড়িটি। প্রবল ধাক্কায় লরির সামনের বাঁদিকের চাকা ভেঙে বেরিয়ে যায়। বালির শিল্পশ্রী এলাকায় ২ নম্বর ও ১১৬ নম্বর জাতীয় সড়কে যাওয়ার রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুর্ঘটনা ঘটে। হাওড়া থেকে দক্ষিনেশ্বরের দিকে যাওয়ার সময়ে বেসরকারি গাড়িটি উলটো দিক থেকে আসা লরিটিতে ধাক্কা মারে। দূর্ঘটনার জেরে এই ব্যস্ত রাস্তায় বেশ কিছুক্ষণের জন্যে প্রবল যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশের চেষ্টায় পরে যানচলাচল স্বাভাবিক হয়।
Related Articles
রাজ্যের বকেয়া সব প্রকল্পের কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে -মুখ্যমন্ত্রী।
নবান্ন , ২৫ আগস্ট:-ভোট আসবে, ভোট যাবে। কিন্তু উন্নয়ন থেমে থাকবে না। রাজ্যের বকেয়া সব প্রকল্পের কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ করে ফেলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কাজ ফেলে রাখবেন না। যদি কেউ ভাবেন আগামী বছর তো ভোট। এই করে তিন চার মাস কাটিয়ে দেব, তা হবে না। ভোট আসবে, […]
১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের কাজে গতি আনতে উদ্যোগী হচ্ছে সরকার।
কলকাতা,১৮ জানুয়ারি:- রাজ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনা টিকাকরণের কাজে আরও গতি আনতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। এই বয়সী ছেলেমেয়েরা যাতে ভয় কাটিয়ে সার্বিক ভাবে টিকাকরণ কর্মসূচিতে অংশ গ্রহণ করে সেজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। ১৮ উর্দ্ধদের করোনা টিকাকরণে যথেষ্ঠ সাফল্যের সঙ্গেই এগিয়েছে রাজ্যে। কিন্তু চলতি মাসের গোড়ায় শুরু হওয়া ১৫-১৮ বয়সীদের টিকাকরণের কর্মসূচি চলছে […]
সবুজেই আস্থা, ফিকে গেরুয়া।
সোজাসাপটা ডেস্ক,২৮ নভেম্বর:- তিনে তিন তৃণমূল।লোকসভা ভোটের ধাক্কা সামলে রাজ্যের তিন কেন্দ্রেই ঘুরে দাঁড়াল তৃণমূল কংগ্রেস।সেই সঙ্গে দল গঠনের ২২ বছর পর তৃণমূল কালিয়াগঞ্জ ও খড়গপুরে প্রথম খাতা খুলল।এদিনের তিন কেন্দ্রের ফলাফলে উজ্জিবীত শাসক দলের নেতা কর্মীরা।তিন কেন্দ্রের মধ্যে করিমপুর শুধু তৃণমূলের দখলে ছিল।বাকি কালিয়াগঞ্জ ছিল কংগ্রেসের ও খড়গপুর ছিল বিজেপির দখলে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে এন […]