কলকাতা, ৩০ আগস্ট:- কলকাতা জাতীয় উদ্যান রবীন্দ্র সরোবরকে নগরবাসীর কাছে নতুন গন্তব্য স্থান হিসেবে গড়ে তুলতে চলেছে কলকাতা উন্নয়ন পর্ষদ কে এম ডি এ। এই লক্ষ্যে এক বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে। তাতে থাকছেন উদ্ভিদবিজ্ঞানী পরিবেশবিদ থেকে বিভিন্ন শাখার ৭ জন সদস্য। কমিটির সুপারিশ মেনেই দক্ষিণ কলকাতার কলকাতার ফুসফুস বলে পরিচিত এই সরোবরকে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ। প্রজাপতির বাগান ওষধি গাছ থেকে শুরু করে নানা ধরনের গাছ লাগিয়ে সাজিয়ে তুলে প্রাতঃ ভ্রমণকারীদের কাছে আরো আকর্ষক করে তোলা হবে। সরকারি সূত্রে জানা গেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কৃষ্ণেন্দু আচার্যের নেতৃত্বে এই বিশেষজ্ঞ কমিটি ইতিমধ্যেই সরোবর চত্বর পরিদর্শন করে এসেছেন। সংশ্লিষ্ট সংস্থা সূত্র জানিয়েছে সরোবর চত্বরে থাকা শিশু উদ্যানটি কেউ নতুন করে সংস্কার করার সুপারিশ করেছেন কমিটির সদস্যরা। এদিকে পুরমন্ত্রী তথা কে এম ডি এ র চেয়ারপারসন শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রবীন্দ্র সরোবরে নিয়ম করে গাছ লাগানো হয়ে থাকে। বিশেষজ্ঞদের সুপারিশ মেনেই গাছ লাগানো হবে। তবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করেই যাবতীয় পরিকল্পনা রূপায়ণ করা হবে।
Related Articles
বাঁকুড়া বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অর্চিতা বিদের সমর্থনে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বাঁকুড়াঃ, ২৪ মার্চ:- বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অর্চিতা বিদের সমর্থনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর স্টেডিয়ামে একটি জনসভা করেন। বিষ্ণুপুর স্টেডিয়ামের মাঠে হেলিকপ্টার থেকে সরাসরি হুইলচেয়ারে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এলেন জনসভা মঞে। জনসভা মঞে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিষ্ণুপুর মিউজিয়ামে প্রাচীন আমলের বহু পুঁথি সংগ্রহ করা রয়েছে। সংরক্ষিত ওই পুঁথিগুলি ডিজিটালাইজ করে […]
টিকাকরণে গতি আনতে কেন্দ্র সেনাবাহিনী ও বেসরকারি সংস্থার সাহায্য নেবার পরামর্শ নিতে বললো রাজ্যকে।
কলকাতা , ২৪ এপ্রিল:- করোনা টিকাকরণে গতি আনতে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী এবং বেসরকারি সংস্থার সহায়তা নিতে রাজ্যকে পরামর্শ দিয়েছে। আগামী ১ মে থেকে দেশ জুড়ে সার্বিক কোভিড টিকাকরণের নতুন পর্ব শুরু হবে। যদিও এরাজ্যে তা শুরু হবে ৫ তারিখ থেকে।তার আগে আজ টিকাকরণের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে প্রযোজনে ফিল্ড হাসপাতাল তৈরি করতে বলেছে। কেন্দ্রীয় সরকারের […]
আগামী দুমাসের মধ্যে রাজ্যে সাড়ে ১৬ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে।
কলকাতা , ১১ নভেম্বর:- আগামী দুমাসের মধ্যে রাজ্যে সাড়ে ১৬ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, কভিড পরিস্থিতির জন্য রাজ্যে টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। কিন্তু পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষে নিয়োগ করা হবে। ২০ হাজার […]






