হাওড়া, ২৩ আগস্ট:- পাম্প চালিয়ে অনেকটাই নেমেছে জমা জল। হাওড়ার দাশনগরের বেশ কিছু এলাকায় জলমগ্ন অবস্থার পরিস্থিতি দেখতে এসে সোমবার এমনই দাবি করলেন হাওড়া পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। একদিনের মধ্যেই হাওড়ার জমা জল সরানো যাবে বলেও আশাপ্রকাশ করেন তিনি। এদিন তিনি বলেন, দিন দুয়েক আগেই জায়গাটা পরিদর্শন করা হয়েছিল। তখন সেখানে জলমগ্ন অবস্থা ছিল। আমরা সেদিনই পরিকল্পনা নিয়েছিলাম এই জমা জল দ্রুত সরিয়ে দেওয়া হবে। সেইজন্য যে বিস্তীর্ণ অঞ্চলে জল জমে ছিল সেটা সরানোর জন্য পুরনিগমের গাড়িতে সাকশন করে সেই জল তুলে নেওয়া হচ্ছে। পরে সেই জল অন্যত্র ড্রেনে ফেলে দেওয়া হচ্ছে। এর ফলে এই এলাকায় জমা জল অনেকটাই কমে গেছে। জল পুরোপুরি সরানো গেলে রাস্তার কাজ করতেও সুবিধা হবে। এই ব্যাপারে এলাকার প্রাক্তন কাউন্সিলর সহায়তা করছেন। পুরনিগমের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে খুব দ্রুত সম্পূর্ণ জল যাতে এই অঞ্চল থেকে যাতে নেমে যায়। যতক্ষণ না জল সম্পূর্ণ নেমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজ চলবে। আশা করা হচ্ছে একদিনের মধ্যেই এই জল সরানো সম্ভব হবে।
Related Articles
পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া স্বর্ণপদক ফিরে পেল সিমলাগরের শিক্ষক।
হুগলি, ২৩ ডিসেম্বর:- হুগলি জেলা গ্রামীণ পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া স্বর্ণপদক ফিরে পেল সিমলাগরের বাসিন্দা পেশায় শিক্ষক রজত রঞ্জন ঘোষাল। প্রসঙ্গত গত 29 শে নভেম্বর ভাইয়ের বিয়ে কাটিয়ে বাড়ি ফিরতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় রজত বাবুর। সে দেখেন বাড়ি থেকে চুরি গেছে টাকা-পয়সার পাশাপাশি তার স্বর্ণপদক গুলি। এরপরই তিনি পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ করেন। লিখিত […]
প্রয়াত বিশিষ্ট বাচিকশিল্পী পার্থ ঘোষ।
কলকাতা, ৭ মে:- বিশিষ্ট বাচিকশিল্পী পার্থ ঘোষ প্রয়াত। দুরারোগ্য ক্যান্সার শনিবার সকালে চিরতরে স্তব্ধ করে দিল যাদু কণ্ঠ। বয়স হয়েছিল ৮৩ বছর।পার্থ ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের উদ্যোগেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, পার্থ ঘোষ। জানা গিয়েছে, ল্যারিংক্সে ক্যানসারে আক্রান্ত শিল্পী গত ১১ এপ্রি লহাওড়ার একটি বেসরকারি […]
আদিপুরুষ’ ছবির ডায়ালগ নিয়ে বিতর্ক তুঙ্গে, হাওড়াতেও প্রতীকী গদা নিয়ে বিক্ষোভ।
হাওড়া, ১৮ জুন:- শুক্রবার মুক্তি পাওয়া ‘আদিপুরুষ’ ছবির ডায়ালগ নিয়ে ইতিমধ্যেই সারা দেশজুড়ে বিতর্ক তুঙ্গে। হাওড়াতেও প্রতীকী গদা নিয়ে হলো বিক্ষোভ। রবিবার দুপুরে এই নিয়ে গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। এদিন মানব জয়সোয়াল নামের এক ব্যক্তি বেশ কিছু লোকজনকে সঙ্গে নিয়ে স্লোগান দিতে দিতে এসে গোলাবাড়ি থানায় এফআইআর করেন। প্রসঙ্গত, কথোপকথন এবং বিতর্কিত সংলাপের […]