হুগলি, ২২ আগস্ট:- রবিবার সকালে হাওড়া সিটি পুলিশের উদ্যোগেও রাখীবন্ধন কর্মসূচি নেওয়া হয়। হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ডের আয়োজনে এদিন রাখীবন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ডের আইসি সুকান্ত কর্মকার সহ অন্যান্য আধিকারিকরা। এদিন জি আর রোড সাব ট্রাফিক গার্ড আউট পোস্টের সামনে থেকে শুরু করে সংলগ্ন রাস্তায় পথচারী, গাড়িচালক, বাসযাত্রীদের হাতে ট্রাফিক গার্ডের মহিলা কর্মীরা সহ অন্যান্য কর্মীরা রাখী পরিয়ে দেন।
রাখী পরানোর পর উপহার হিসেবে সকলের হাতে চকোলেট তুলে দেন তাঁরা। এছাড়াও হাওড়া স্টেশনের প্রিপেইড ট্যাক্সি বুথের সামনেও এদিন ট্যাক্সিচালকদের হাতে রাখী পরানো হয়। পাশাপাশি দীঘা বাসস্ট্যান্ড ও হাওড়া বাসস্ট্যান্ডে ভবঘুরে, ফুটপাতে বসবাসকারী দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে এদিন খাওয়ানোর ব্যবস্থা করা হয়।