কলকাতা, ৩ আগস্ট:- বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল হুগলি ও হাওড়া যাচ্ছেন। আকাশপথে ব্লকের বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের পরে তিনি খানাকুলে নেমে পরিস্থিতি খতিয়ে দেখা ছাড়াও বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলবেন এবং তাদের অভাব অভিযোগ শুনবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি আকাশপথে হাওড়ার বিভিন্ন প্লাবিত এলাকাও মুখ্যমন্ত্রীর পরিদর্শন করার কথা রয়েছে। এইদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উপরে নজর রাখতে নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যার নম্বর ১০৭০। সেখান থেকে নিয়মিত জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।