হাওড়া , ৩ আগস্ট:- গতকাল ত্রিপুরায় অভিষেকের কনভয়ে বিজেপির হামলার প্রতিবাদে তৃণমূলের তরফ থেকে আজ মঙ্গলবার সকালে প্রতিবাদ মিছিল হলো হাওড়াতেও। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে বিজেপির হামলার ঘটনায় এদিন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের তরফে গুলমোহর থেকে ওই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। দলের হাওড়া জেলা সদরের চেয়ারম্যান অরূপ রায়ের অনুপস্থিতিতে এদিন মিছিলের নেতৃত্ব দেন জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর ভট্টাচার্য।
ওই মিছিলে উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী, বালির বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়, দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরী সহ তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায়, শ্যামল মিত্র, মৃণাল দাস, শেখ ইসলামউদ্দিন লালা, কৈলাশ মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন। মিছিল গুলমোহর থেকে শুরু হয়ে হাওড়া ব্রিজ হয়ে হাওড়া স্টেশন সংলগ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তির পাদদেশের সামনে এসে শেষ হয়।