হাওড়া, ১৮ জুলাই:- ট্রাকে মাল লোডিং করতে ডানকুনি যাচ্ছিল। সাঁতরাগাছি ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা মারে গাড়িটি। এরপর ট্রাকটি রেলিং ভেঙে খালে পড়ে যায়। ধৃত চালককে জিজ্ঞাসা করে এমন ঘটনাই জানতে পেরেছে পুলিশ। পুলিশকে সে আরও জানিয়েছে তাঁর সঙ্গে গাড়িতে খালাসি ছিল না। একাই সে গাড়ি নিয়ে যাচ্ছিল। সাঁত্রাগাছি ব্রিজের দুর্ঘটনার পর থেকেই ট্রাক চালক নিখোঁজ ছিলেন। শনিবার বিকেলে মক্কা পাসোয়ান (২৮) নামের ওই ট্রাক চালক গ্রেফতার হয়। এর আগে গাড়ির চালক ও খালাসির খোঁজ পেতে জগাছা থানার পুলিশ বিকেলে খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায়। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা জলে নেমে তল্লাশি চালান। সেখানে কিছু উদ্ধার হয়নি। পরে চালক গ্রেফতার হয়। রবিবার তাকে হাওড়া জেলা আদালতে তোলা হয়।
উল্লেখ্য, শনিবার সাঁত্রাগাছি ব্রিজের রেলিং ভেঙে প্রায় ৩০ ফুট নিচে খালের জলে পড়ে যায় ট্রাকটি। কলকাতার দিক থেকে হাওড়ার দিকে যাওয়ার পথে ব্রিজে ওঠার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাঁ দিকের রেলিংয়ে ধাক্কা মারে গাড়িটি। পরে উল্টোদিকের লেনের ডান দিকের রেলিংয়ের ধাক্কা মেরে ভেঙে সোজা নিচে জলের মধ্যে পড়ে যায় ট্রাকটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দমকলের দুটি ইঞ্জিন। পাশাপাশি সেখানে আসে জগাছা থানার পুলিশ। উচ্চক্ষমতাসম্পন্ন ক্রেনের সাহায্য গাড়িটি জল থেকে তোলা হয়। উদ্ধারের সময় নিখোঁজ ছিলেন চালক। এরপর বিকেলে গাড়ির চালক মক্কা পাসোয়ান গ্রেফতার হয়।