অঞ্জন চট্টোপাধ্যায়,৮ ফেব্রুয়ারি:- মারিওর সঙ্গে বৈঠক লালহলুদ কর্তাদের ফিরছে ক্লাবের মাঠে অনুশীলন শতবর্ষে অবনমনের মুখে ইস্টবেঙ্গল। এই অবস্থায় কোয়েসের সঙ্গে বিবাদ ভুলে দলের হাল ধরতে আসরে নামলেন লাল-হলুদের কর্তারা। আইজল ম্যাচ হারের পরই শনিবার দুপুরে কোচ মারিও, সহকারী কোচ বাস্তব রায় আর ফিজিক্যাল ট্রেনার কার্লোস নোদারকে নিয়ে ২ ঘণ্টারও বেশি সময় ধরে চলে ক্লাবের মধ্যে বৈঠক। ছিলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার, ফুটবল সচিব রজত গুহ আর বোর্ডের অন্যতম ডিরেক্টর সৈকত গঙ্গোপাধ্যায়। কোয়েস জমানায় প্রথমবার ক্লাবের অন্দরে কোচিং স্টাফদের সঙ্গে বৈঠক ক্লাব কর্তাদের। এরআগে অ্যালেজান্দ্রোর সঙ্গে গত মাসের বৈঠকে ছিলেন কোয়েস কর্তারা। কর্তাদের সঙ্গে বৈঠকে কোচ মারিওর দাবি, ফুটবলাররা স্নায়ুর চাপ সামলাতে পারছেন না। যার মধ্যে প্রকৃত নেতার অভাবও দেখছেন স্প্যানিশ কোচ। ফুটবলার বদলের বিষয়টি কোচের ওপরই ছাড়ছেন কর্তারা। মারিও জানান ক্রেসপিকে তিনি দলে চান না। তার
বিকল্প কয়েকদিনের মধ্যেই নেওয়া হবে। । সোমবার তার পছন্দের ফুটবলারদের নাম
ক্লাবকর্তা ও কোয়েস দুইপক্ষকেই জমা দেবেন মারিও। লাল হলুদ কর্তারা স্পষ্ট জানিয়ে দেন তারা অবনমন মেনে নেবেন না । এদিকে অ্যালেজান্দ্রো জমানায় সল্টলেকে কিংবা কখনো সাইয়ে হতো দলের অনুশীলনের যে ট্রেন্ড চলে এসেছিল তার অবসানও হতে চলেছে। দলের অনুশীলন ফেরানোর উদ্যোগ ক্লাব কর্তাদের। বৈঠক শেষে ক্লাবের মাঠ ঘুরে দেখেন মারিও, নোদাররা। হকি লিগ চলায় মাঠ পেতে কিছুটা সমস্যা হলেও বিএইচএ কর্তাদের সঙ্গে কথা বলে সেই সমস্যা মিটিযে ফেলতে চায় ইস্টবেঙ্গল কর্তারা । ফুটবলার আর কোচিং স্টাফদের ক্লাবে ডেকে পাঠান কর্তারা। সকালে সল্টলেকে অনুশীলন করার পর দুপুরে ক্লাবে আসবেন ফুটবলাররা। অবনমন বাঁচাতে তৎপর ক্লাবকর্তারা। এখন দেখার এতকিছুর পরেও শতবর্ষে ক্লাবে অবনমন বাঁচে কিনা।