কলকাতা, ১৫ জুলাই:- কোভিডের তৃতীয় ঢেউয়ের আগেই সিংহভাগ রাজ্যবাসীকে ভ্যাকসিন এর আওতায় আনার লক্ষ্যে রাজ্য সরকার চাহিদা অনুযায়ী আরও বেশি করে ভ্যাকসিন ডোজ সরবরাহ করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে রাজ্যে বর্তমানে যে পরিকাঠামো রয়েছে তাতে প্রতিদিন দশ লক্ষের বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হলেও চাহিদা অনুযায়ী যোগান না থাকায় তিন লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।
বারবার চাওয়া সত্ত্বেও কেন্দ্র সরকার এখনও পর্যন্ত রাজ্যকে মাত্র দুই কোটি বারো লক্ষ ভ্যাকসিন দিয়েছে বলে মুখ্যমন্ত্রী চিঠিতে উল্লেখ করেছেন। এছাড়া রাজ্য সরকার সরাসরি ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থার কাছ থেকে আঠারো লক্ষ ভ্যাকসিন কিনেছে বলেও তিনি জানিয়েছেন। রাজ্যে বর্তমানে চাহিদা অনুযায়ী আরও সাড়ে এগারো কোটি ভ্যাকসিন ডোজ লাগবে বলে মুখ্যমন্ত্রী জানান। চলতি মাসে রাজ্যের জন্য কেন্দ্র ৭৩ লক্ষ ভ্যাকসিন বরাদ্দ করলেও এখনো পর্যন্ত মাত্র পঁচিশ লক্ষ পাওয়া গিয়েছে বলে মুখ্যমন্ত্রী চিঠিতে উল্লেখ করেছেন।