সুদীপ দাস, ২৬ জুন:- বিগত বছর থেকে শুরু হওয়া কোভিড-১৯ পরিস্থিতি আজও অব্যাহত। এই অবস্থায় কখনও লকডাউন কখনও কড়া বিধিনিষেধের জেরে সাধারন মানুষের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। দেশের আর্থ-সামাজিক পরিস্থিতিরই ব্যাপক পরিবর্তন ঘটেছে। এহেন অবস্থায় অর্থনৈতিক সংকটে ভূগতে থাকা মানুষদের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ হয়েছে হুগলী প্রেস ক্লাব। শ্রীরামপুরে অবস্থিত হুগলী প্রেস ক্লাবে শনিবার খাদ্য সামগ্রী বিতরনের আয়োজন করা হয়। বিগত দিনেও একাধিকবার এই কর্মসুচি আয়োজিত হয়েছে।
জেলার সাংবাদিক বন্ধুরা নিজেদের ঐকান্তিক প্রচেষ্টায় আবারও অর্থনৈতিক দিকে থেকে পিছিয়ে পরা সাধারন মানুষদের জন্য খাদ্যসামগ্রী বিতরনের আয়োজন করলো। এদিন শতাধিক মানুষকে খাদ্যসামগ্রী বিতরন করা। প্রেস ক্লাবের এই মহতি উদ্যোগ উপলক্ষে এদিন শ্রীরামপুর থানার আধিকারিক দিব্যেন্দু দাস, লাইফ ইনসিওরেন্স পাইওনিয়ার সংস্থার পক্ষে চিন্ময় দাস, প্রখ্যাত জলতরঙ্গ শিল্পী সোমনাথ বন্দ্যোপাধ্যায়, সমাজসেবী কাবুল মুখোপাধ্যায় সহ বিশিষ্টরা উপস্থিত হয়েছিলেন। এবিষয়ে হুগলী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তরুন মুখার্জী বলেন আমরা সাধ্যমত সাধারন মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর।