এই মুহূর্তে জেলা

চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সোদপুরে

উঃ২৪পরগনা , ১৩ জুন:- বুকে ব্যথা নিয়ে গত ৪ তারিখ বারাকপুর বড় কাঠালিয়ার বছর পঞ্চাশের বনমালী মালিক ভর্তি হন সোদপুরের এক নার্সিংহোমে, তিনদিন পর তিনি সুস্থ হয়ে ওঠেন কথা বলেন বাড়ির লোকজনের সাথে সুস্থ হওয়ার পর কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন মৃত ব্যক্তির ছেলে রবিবার ৪ তারিখ যেদিন কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়ার কথা হয় হঠাৎ করে নার্সিংহোম কর্তৃপক্ষ বলেন তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এই বলে চিকিৎসা শুরু করেন গতকাল রাত্রে বনমালী মালিকের মৃত্যু হয় এরপর আর সকালে ওই নাসিমের সামনে পরিবারের লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের অভিযোগ চিকিৎসায় গাফিলতির ও চিকিৎসার বাড়ানোর জন্যই তাকে নার্সিংহোমে রেখে দেওয়া হয়েছিল একের পর এক এই নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ ওঠায় প্রশ্নচিহ্নের মুখে এই নার্সিংহোম এর চিকিৎসা ব্যবস্থা, মৃতের ছেলে নার্সিংহোম এর কাছে তার বাবার কি চিকিৎসা হয়েছে তার নথি চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ সেই নথি দিতে অস্বীকার করে