এই মুহূর্তে জেলা

টিফিনের সময় পরিবর্তনের জন্য বন্ধ হয়ে গেলো ডালহৌসি জুট মিল।


হুগলি , ৩১ মে:- টিফিনের সময় পরিবর্তন করার জন্য বন্ধ হয়ে গেল চাঁপদানির ডালহৌসি জুট মিল। টিফিনের সময় ছিল ৩০ মিনিট। এই সময় অনেক বছর থেকে চলে আসছে। ডালহৌসি জুটমিল কর্তৃপক্ষ হঠাৎ ২৭মে শ্রমিকদের জানায় এখন থেকে ৩০ মিনিট নয় ২০ মিনিট সময় দেওয়া হল টিফিনের জন্য। এই সময় কমিয়ে দেওয়ার ফলে ক্ষিপ্ত হয়ে ওঠে শ্রমিকরা। তাঁত ছাড়া সব ডিপার্টমেন্ট বন্ধ করে দেয় তারাপ্রথমে ওয়েন্ডিং ও স্পিনিং ডিপার্টমেন্ট বন্ধ হয়।এই দুই ডিপার্টমেন্ট থেকে চারজন কে সাসপেন্ড করে ম্যানেজমেন্ট।

এরপর ৩০ মে থেকে সম্পূর্ণ মিল বন্ধ করে দেয় শ্রমিকরা। এব্যাপারে আটটি ইউনিয়ন আলোচনায় বসেছিল কিন্তু কোনো সুরাহা হয়নি। কোম্পানি নাছোড়বান্দা। তাদের দাবি থেকে সরবে না বলে জানিয়ে দেয় জুটমিল কর্তৃপক্ষ। শ্রমিকরাও অনড়। তবে কোম্পানি এখনো সাসপেনসন ওফ ওয়র্কের নোটিশ দেয়নি। এই জুটমিলে চার হাজার শ্রমিক কাজ করে। লক ডাউনে সরকারি নির্দেশে ৩০ শতাংশ হারে শ্রমিক কাজ করছিল পরে ৪০ শতাংশ হয়।তৃনমুল ইউনিয়ন আই এন টি টি ইউ সির সম্পাদক জানায় আবার আমরা আলোচনায় বসব।