হুগলি , ২৩ মে:- ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে তা নিয়ে আরামবাগ বাসস্ট্যান্ডে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণ শিবির করা হয় রবিবার। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। তা ২৪ ঘণ্টার মধ্যেই অতি ভারী নিম্নচাপে পরিণত হবে। আর তা ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হয়ে সাগরে ফুঁসতে শুরু করবে। মৌসম ভবন থেকে সতর্ক করে দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে। আগামী বুধবারই তা উপকূলে আছড়ে পড়বে। বাংলার উপকূলেই আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল।
কিন্তু কত গতিবেগে আছড়ে পড়বে ইয়াস, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। এই জন্য সারা রাজ্যের পাশাপাশি আরামবাগ পুলিশ প্রশাসনও বিশেষ সতর্কতা নিয়েছে।সেই জন্য আরামবাগ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, আরামবাগ ট্রাফিকের সাব ইন্সপেক্টর কল্যাণ রায়, ট্রাফিক পুলিশের এ এস আই অমিয় পাল সহ অন্যান্য আধিকারিক ও সিভিক। এই বিষয়ে ট্রাফিক আধিকারিক কল্যান রায় জানান, ঝড় আসার সম্ভাবনা তৈরী হওয়ায় আমাদের সতর্ক থাকতে হবে। সকলে মিলে মানুষের পাশে থাকার জন্য তৈরি থাকতে হবে। রাস্তায় যাতে ট্রাফিক বিঘ্নিত না হয় সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে।অন্যদিকে অমিয় পাল জানান, ঝড়ের তান্ডবের পর রাস্তায় কিভাবে ট্রাফিক কন্টোল হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।সকলকে এক সাথতে কাজ করার বার্তা দেওয়া হয়।