হাওড়া , ২১ মে:- করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার প্রশাসনের পাশে দাঁড়ালেন বাণিজ্য ও শিল্প জগতের কর্মকর্তারাও। হাওড়ায় এক শিল্পগোষ্ঠী পরিচালিত বেলুড়ের হিন্ডালকো ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বৃহস্পতিবার হাওড়ার জেলাশাসকের হাতে তুলে দেওয়া হয় বিদেশ থেকে আমদানি করা ১০টি অক্সিজেন কনসেন্ট্রেটর। এই অক্সিজেন কনসেন্ট্রেটর পরিবেশ থেকে বাতাস সংগ্রহ করে তা থেকে নাইট্রোজেন সহ অন্য দূষিত অংশ বাদ দিয়ে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করা হয় রোগীদের। এই আমদানীকৃত এরকম একেকটি অক্সিজেন কনসেন্ট্রেটরের দাম প্রায় ৮০ হাজার টাকা। এদিন সংস্থার বেলুড় কারখানা থেকে ১০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর হাওড়ার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য দেওয়া হয়। এছাড়াও এলাকায় আরও কিছু কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেলুড় কারখানার ফ্যাক্টরি ম্যানেজার সৌমিত্র রায়। সংস্থার পক্ষ থেকে বেলুড় মঠকেও ৪টি অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া হয়েছে। এই শিল্পগোষ্ঠীর সামাজিক দায়বদ্ধতা অন্যদেরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
Related Articles
রেল কোয়ার্টার খালি করাতে এসে জনতার বাধার মুখে পড়ে সেই কাজ আপাতত বন্ধ রেখেই ফিরে গেল আরপিএফ।
হাওড়া,২৮ জানুয়ারি:- হাওড়ার টিকিয়াপাড়ার বিএনআর রেল কোয়ার্টারের বাসিন্দা প্রায় শ’খানেক পরিবার এখন দুশ্চিন্তার মধ্যেই দিন কাটাচ্ছেন। রেলের তরফ থেকে ইতিমধ্যেই এদের কোয়ার্টার খালি করার কথা বলা হয়েছে। কিন্তু তা সত্বেও এরা বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত রেলের কোয়ার্টার ছাড়তে রাজি নয়। মঙ্গলবার সকালে আরপিএফ সেখানে এলে রেল কোয়ার্টারের বাসিন্দারা এদিন ক্ষোভে ফেটে পড়েন। তাদের […]
বিজেপির বিরোধিতার মধ্যেই সার্চ কমিটির সংশোধনী বিল বিধানসভায় গৃহীত।
কলকাতা, ৪ আগস্ট:- বিরোধী বিজেপির প্রবল বিরোধিতার মধ্যেই কলকাতা সহ রাজ্যের ৩১ টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য বাছাইয়ে সার্চ কমিটি গঠন সংক্রান্ত বিধি পরিবর্তনের সংশোধনী বিল আজ রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। অর্ডিন্যান্স আকারে এটি আগেই পাশ জারি হয়েছিল। এবার সেই অর্ডিন্যান্সকে আইনি স্বীকৃতি দিতে রাজ্য বিধানসভায় এই বিল আনা হয়। সংশোধনীতে বলা হয়েছে, আচার্য তথা রাজ্যপালের […]
ফের বন্যার ভ্রুকুটি আরামবাগে , নদীর বাঁধ উপচে বিভিন্ন এলাকা প্লাবিত।
আরামবাগ, ৩০ সেপ্টেম্বর:- নিন্মচাপের জেরে প্রবল বৃষ্টি রাজ্যজুড়েই। এর জেরে ফের বন্যার ভ্রুকুটি আরামবাগে। এদিন দুপুরের পর থেকেই দ্বারকেশ্বর নদীর জল বাড়তে থাকে। নদীর বাঁধ উপচে আরামবাগের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। বিশেষ করে আরামবাগ শহরের বেশ কয়েকটি ওয়ার্ড প্লাবিত হয়। পরিদর্শনে বের হন পৌরসভার প্রশাসক স্বপন নন্দী থেকে শুরু করে প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। বৃহস্পতিবার সকাল […]