এই মুহূর্তে কলকাতা

সত্যের জিৎ। হীরক রাজের পতন! উৎফুল্ল শাসক।

তরুণ মুখোপাধ্যায় , ২ মে:- সত্যজিৎ রায়ের ১০০ তম জন্মদিনে বাংলার মানুষ হীরক রাজাকে মাটিতে খানখান করল। এদিনের সকালটা ছিল একটু অন্যরকম। ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের মানচিত্র টা সবুজ রঙের পরিবর্তিত হতে হতে শুরু করলো, যত বেলা বেড়েছে পাহাড় থেকে সাগর চারিদিকের ছবি মমতাময়। প্রতিটি গণনা কেন্দ্র থেকে একের পর এক খবর আসতে আরম্ভ করল যে বাংলার মাটি বাংলার মেয়েকেই চায়, যত সময় গড়িয়েছে তৃণমূলের জয়ের পারদ ততই চড়েছে। দুপুর হওয়ার সঙ্গে সঙ্গেই চিত্রটা পরিষ্কার হয়ে গেছে। গত তিন মাস ধরে একদিকে সারা ভারতবর্ষের গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভাটা উঠে এসেছিল দিদিকে হারাতে বাংলায়। অন্যদিকে তার মোকাবিলা করেছিল ভাঙ্গা পায়ে বাংলার মেয়ে মমতা।

বাংলার মানুষ সেই মমতার যে কষ্টের তা দাম দিয়েছে। ইতিমধ্যে খবর এসে পৌঁছেছে তাতে ২১৬ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। প্রতিটি মিনিট যত এগিয়েছে ততই বিজেপির রথী-মহারথীদের পতনের খবর এসেছে। যে সমস্ত দল বদলু যারা তৃণমূল থেকে গাদ্দারি করে বিজেপিতে চলে গিয়েছিল তারা প্রায় সবাই ভরাডুবি। ডাক্তার রথীন চক্রবর্তী, বিশ্বজিৎ কুণ্ডু, লকেট চট্টোপাধ্যায়, রাজীব ব্যানার্জি, প্রবীর ঘোষাল, বৈশাখী ডালমিয়া যারা দিদির সমস্ত ক্ষমতা ভোগ করে বিজেপির ডালে গিয়ে বসে ছিল তার আগে সবাই পর্যুদস্ত। বাংলার মানুষ উচিৎ শিক্ষা দিয়েছে তাদের। তবে এখনো অনেকটাই সময় আছে এবং বিজেপির পতনের চিত্রটা আরো তৃণমূলের পক্ষে ঢলে পড়বে বলে রাজনৈতিক মহল মনে করছে।