এই মুহূর্তে জেলা

অক্সিজেনের অভাবে যোগীর রাজ্য ছেড়ে দিদির রাজ্যে এলেন কোভিড আক্রান্ত দম্পতি।

সুদীপ দাস , ২৬ এপ্রিল:- করোনা আহবে দেশে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। বিভিন্ন রাজ্যে যেই সংকট প্রবল থেকে প্রবলতর হচ্ছে। এবারে অক্সিজেনের অভাবে যোগীর রাজ্য ছেড়ে দিদির রাজ্যে এলেন এক কোভিড আক্রান্ত দম্পতি। বর্তমানে তাঁরা চুঁচুড়ার কোভিড হাসপাতাল অজন্তা সেবা সদনে চিকিৎসাধীন। ওই দম্পতি উত্তরপ্রদেশের রাম শহর অযোধ্যার বাসিন্দা। গত সপ্তাহে ওই দম্পতির কোভিড রিপোর্ট পজিটিভ আসে। স্ত্রীর সেভাবে সমস্যা না হলেও স্বামীর জন্য অক্সিজেনের প্রয়োজন বলে জানান চিকিৎসক।

কিন্তু উত্তরপ্রদেশে অক্সিজেনের সংকট অত্যন্ত প্রবল হয়েছে। ফলে সেখানকার বহু সরকারী হাসপাতাল থেকে বেসরকারী নার্সিং হোমে কথা বলেও অক্সিজেন মেলেনি। এরপরই হুগলীর মগরা গজঘন্টায় থাকা আত্মীয়ের সাথে যোগাযোগ করেন দম্পতি। আত্মীয়ের কথামত গত বৃহস্পতিবার রাতে অযোধ্যা থেকে ৬০হাজার টাকা ভাড়া করা অ্যাম্বুলেন্সে চেপে সোজা হুগলীর দিকে রওনা দেন দম্পতি। শুক্রবার বিকেলে চুঁচুড়ার কোভিড হাসপাতাল অজন্তা সেবা সদনের সামনে এসে দাঁড়ায় উত্তরপ্রদেশের অ্যাম্বুলেন্স। বর্তমানে সেই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ওই দম্পতি।