কলকাতা , ২২ এপ্রিল:- হাইকোর্টের পর্যবেক্ষণের পর অবশেষে শেষ দু-দফায় নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন। সমস্ত রোড শো, মিছিলে নিষেধাজ্ঞা জারি করল। বাইক, সাইকেল র্যালিতেও নিষেধাজ্ঞা জারি করা হল। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে সমস্ত রাজনৈতিক দলের রোড শো, মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হল। আজ, বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকেই এই নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আগে দেওয়া সমস্ত রোড শো, মিছিলের অনুমতিও বাতিল করা হচ্ছে। জনসভা করার ক্ষেত্রে অনুমতি দেওয়া হলেও তা সামাজিক দূরত্ব মেনে করতে হবে। সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে সভা করতে হবে। তার বেশি লোক রাখা যাবে না বলে কড়া নির্দেশ দিয়েছে কমিশন। উল্লেখ্য, রাজ্যে করোনার বাড়বাড়ন্তের জন্য এদিনই কমিশনকে ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। সার্কুলার জারি করা ছাড়া কমিশন কোনো পদক্ষেপ করছে না বলেও তোপ দেগেছে আদালত। তার প্রেক্ষিতেই কমিশন নির্বাচনী প্রচারে বিধিনিষেধ জারি করল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Related Articles
বন্যা দুর্গত মানুষের পাশে জয় হিন্দ বাহিনী, শ্রীরামপুর সাংগঠনিক যুব তৃণমূল ও সংখ্যালঘু সেল।
তরুণ মুখোপাধ্যায়, ২৪ সেপ্টেম্বর:- বন্যা কবলিত খানাকুলের দুর্গত মানুষদের ত্রাণের কাজে এগিয়ে এলো শ্রীরামপুর সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেস, বৈদ্যবাটি সংখ্যালঘু সেল এবং হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষের ব্যবস্থাপনায় এদিন সকালে খানাকুলের দুর্গত মানুষদের হাতে চাল, ডাল, তেল, নুন,চিড়ে, মুড়ি, গুড়, ত্রিপল সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দিন দেয়া হয়। শ্রীরামপুর সাংগঠনিক জেলা […]
বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি, উত্তেজনা ভাটপাড়ায়।
ভাটপাড়া, ২৮ আগস্ট:- রাজ্য বিজেপির ১২ ঘণ্টার বন্ধের মধ্যেই বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে আক্রান্ত দুই ব্যক্তিকে দেখতে উপস্থিত হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন সিং সহ অন্যান্য বিজেপি কর্মীরা। Post Views: 280
এমন কিছু বলেছিলাম যেটা বলা ঠিক হয়নি’ প্রথম দেখাতে অনুষ্কাকে কী এমন বলেছিলেন বিরাট ?
স্পোর্টস ডেস্ক , ১০ জুন:- বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার প্রেম সেলুলয়েডের গল্পের থেকেও রঙিন ৷ বিরুষ্কা ফ্যানদের কাছে এ যেন এক রূপকথার গল্পের সত্যি হয়ে যাওয়া ৷ প্রথমে একটি বিজ্ঞাপনী শ্যুটিংয়ে আলাপ হওয়ার থেকে যে সম্পর্কের শুরু সেটাই এখন সারা জীবনের বন্ধন হয়ে গেছে ৷ ২০১৩ সালে প্রথম তাঁদের দেখা হয় ৷ ততদিনে বিরাট […]








