এই মুহূর্তে কলকাতা

করোনা মোকাবিলায় সার্বিক রণকৌশল নিতে প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ১৯ এপ্রিল:-উদ্ভূত করোনা সংকট মোকাবিলায় সার্বিক রণকৌশল তৈরি করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সমস্ত দপ্তরের শীর্ষ আধিকারিকদের নিয়ে আজ বৈঠক করে কোভিড মোকাবিলা কৌশলের রূপরেখা তৈরি করবেন। মুখ্যমন্ত্রী আজ ট্যুইট করে জানিয়েছেন, কোভিড সংকট মোকাবিলায় প্রশাসনকে সর্বশক্তি নিয়োগ করতে বলা হয়েছে। রাজ্যের মানুষের জীবন রক্ষার জন্য সরকার প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করছে। পাশাপাশি অতিরিক্ত ওষুধ এবং টিকার ডোজ চেয়ে তিনি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন।