সুদীপ দাস , ৫ এপ্রিল:- সারদার লকেট! বিজেপিতে গেছে বলেই ওর বিরুদ্ধে কোন মামলা হয়নি। আজ চুঁচুড়ার জনসভায় এসে একথাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ব্যান্ডেল দেবানন্দপুর সাহেব বাগান মাঠে সকাল ১১টা ৫০ নাগাদ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামে। সেখান থেকে হুইল চেয়ারে সোজা মঞ্চে ওঠেন মমতা। এদিন হুগলির ডানলপ কারখানা বন্ধের জন্য পুনরায় কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ডানলপ কারখানা অধিগ্রহনের জন্য আমি কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে। কিন্তু বিজেপির সরকার অনুমতি দেয়নি। এদিন মঞ্চে উপস্থিত চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার ও সপ্তগ্রামের প্রার্থী তপন দাশগুপ্তকে দুষ্টু-মিষ্টু বলে অভিহিত করেন তৃণমূল নেত্রী।
তিনি বলেন আমি জানি ওরা দুজনে কিছু ভূল করেছে। কিন্তু ওরা দলের সাথে বেয়িমানি করেনি। ওদের ভূলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। তাই এবার ওদেরকে ভোটটা দেবেন। আমি কথা দিচ্ছি ওরা আর আপনাদের সাথে ভূল করবে না। এদিকে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী প্রসঙ্গে মমতা বলেন উনি এমপি থেকে এমএলএ তে দাঁড়িয়েছেন। এবার কাউন্সিলরে দাঁড়াবেন। উনি সারদার লকেট। বিজেপিতে গেছে বলে ওনার বিরুদ্ধে কোন মামলা হয় না। এবিষয়ে লকেট চ্যাটার্জী বলেন দেড় বছর হলো আমি এমপি হয়েছি এতদিন কেনো বলেন নি। এখন ভোটের মুখে আমার বিরুদ্ধে প্রচার করতে চাইছেন। কিন্তু মানুষ সেই প্রচারে সাড়া দেবে না।