হাওড়া , ২ এপ্রিল:- হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের পক্ষ থেকে বালি থানায় অভিযোগ জানানো হয়েছে। তৃণমূলের অভিযোগ, বৃহস্পতিবার রাতের অন্ধকারে ফেস্টুন ছিঁড়ে তা গাড়িতে করে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। এই নিয়ে উত্তেজনা ছড়ায় বালির দেওয়ানগাজী রোড, রামনবমীতলা লেন এলাকায়। জানা গেছে, বালি কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাণা চট্টোপাধ্যায় এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ফেস্টুন কেউ বা কারা ছিঁড়ে নেয়। তৃণমূল কর্মীরা খোঁজাখুঁজি করার সময় একটি মারুতি ওমনি গাড়ির খোঁজ পান। ওই গাড়ির মধ্যে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স, ব্যানার, ফেস্টুন ছেঁড়া অবস্থায় পড়েছিল বলে অভিযোগ। গাড়ির সামনে বিজেপির সিম্বল সমেত উত্তরীয় পতাকাও দেখা যায়। বালি থানার পুলিশ গাড়িটিকে আটক করে।
এই নিয়ে শুক্রবার সকালে বালি থানায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেস সভাপতি প্রবীর রায়চৌধুরীর অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে প্রার্থী তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়ের সমর্থনে দেওয়ানগাজী রোড, রামনবমীতলা লেন সহ বালির বিস্তীর্ণ এলাকায় লাগানো ফেস্টুন খুলে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। তাঁর অভিযোগ বালি কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী বৈশালী ডালমিয়ার সহযোগীদের একাংশ এই কাজের সঙ্গে যুক্ত। এই ব্যাপারে বালি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। তাঁর দাবি বিজেপি হেরে গেছে। কারণ বালিতে জে পি নাড্ডার মিছিলে লোক হয়নি। তিনি সভা ছেড়ে পালিয়ে গিয়েছেন। তাই বিজেপির কর্মীরা বিভ্রান্ত হয়ে ষড়যন্ত্র করে এমন কাজ করছেন। মানুষ এর উপযুক্ত জবাব দেবে ১০ এপ্রিলের ভোটে। এদের সন্ত্রাস করার ক্ষমতা নেই মানুষ তা রুখে দেবে। এরা নোংরামি করছে। যদিও এ বিষয়ে বিজেপির বক্তব্য জানা যায়নি।