এই মুহূর্তে জেলা

বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে শুরু হলো হাওড়া জেলা স্কুলের ১৭৫ বছর উদযাপন অনুষ্ঠান l

হাওড়া,১ ডিসেম্বর:- বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে শুরু হলো হাওড়া জিলা স্কুলের ১৭৫ বছর উদযাপন অনুষ্ঠান l ছাত্র, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা ব্যান্ড বিভিন্ন সচেতনামূলক ট্যাবলো সহযোগে প্রায় আড়াই হাজার জনের এই পদযাত্রা হাওড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে l পদযাত্রায় অংশ নেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, ফুটবলার জহর দাস, পর্বতারোহী মলয় মুখোপাধ্যায়, স্কুলের প্রধান শিক্ষক অমল শীল প্রমুখ। এদিন বিভিন্ন পথ পরিক্রমা করে এই পদযাত্রা। প্রসঙ্গত, পদযাত্রার আগে সালকিয়া এবং শিবপুর আইআইইএসটি থেকে দুটি মশাল দৌড় এসে পৌঁছায় স্কুলে। সালকিয়াতে মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা এবং শিবপুরে পর্বতারোহী মলয় মুখোপাধ্যায় মশাল দৌড়ের সূচনা করেন। মন্ত্রী বলেন, হাওড়া জিলা স্কুল জেলা তথা রাজ্যের গর্ব। এখানে আসতে পেরে আমি আনন্দিত। উল্লেখ্য, ১৮৪৫ সালের ১ডিসেম্বর স্কুলের যাত্রা শুরু হয়েছিল। এই স্কুলের নামি প্রাক্তনীদের মধ্যে আছেন বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, মহালয়ার স্রষ্টা বাণীকুমার, সাহিত্যিক শংকর, ফিফা রেফারি সাগর সেন প্রমুখ।