এই মুহূর্তে জেলা

কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে ভোট করতে চাইছেন রাজীব।অভিযোগ তৃণমূল প্রার্থীর।

হাওড়া , ২৪ মার্চ:-বাইরে থেকে লোক এনে ডোমজুড় কেন্দ্রে গুন্ডামি করা হচ্ছে। এবং কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে ভোট করতে চাইছেন বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ঘোষ। বুধবার সকালে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ঘোষ প্রচারে বেরিয়ে এই অভিযোগ করেন। এদিন সকালে সাঁপুইপাড়া নিশ্চিন্দার পূর্ব আনন্দনগরে লোকনাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন কল্যাণ। পূর্ব আনন্দনগর এলাকায় মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যান তৃণমূল প্রার্থী। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ডোমজুড় কেন্দ্রের মানুষ কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষ জানান, এলাকার মানুষ গাদ্দারকে উপযুক্ত জবাব দেবেন বিপুল ভোটে পরাজিত করে। কল্যাণ ঘোষ বলেন, বাইরে থেকে লোক এনে গুন্ডামি করে এবং কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে ভোট করতে চাইছেন বিজেপি প্রার্থী রাজীব। নির্বাচন কমিশনকে এ বিষয়ে অভিযোগ জানানো হচ্ছে। এদিন কল্যাণ ঘোষ বর্ণাঢ্য র‍্যালি করে ঢাক ঢোল বাজিয়ে প্রচার করেন।