হুগলি , ১৯ মার্চ:- সিপিএম কংগ্রেসের জোটের তিন প্রার্থী শ্রীরামপুর মহকুমার দপ্তরে জমা দিলেন নমিনেশন। হুগলী জেলার চাঁপদানি বিধানসভার কংগ্রেস প্রার্থী আব্দুল মান্না, চন্ডীতলা বিধানসভার সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। উত্তরপাড়া সিপিএম প্রার্থী রজত ব্যানার্জী শুক্রবার নমিনেশন জমা দেন। শ্রীরামপুরের আরএমএস মাঠ থেকে রেলি করে আসে শ্রীরামপুর মহকুমার শাসক দপ্তের সামনে।
Post Views: 356