এই মুহূর্তে জেলা

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনা নিয়ে যারা কটাক্ষ করছেন , তাঁদের সৌজন্যতা বলে কিছু নেই – অরূপ রায়।

হাওড়া, ১১ মার্চ:- নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনা নিয়ে যারা কটাক্ষ করছেন, তাঁদের শিষ্টাচার সৌজন্যতা বলে কিছু নেই। বৃহস্পতিবার মহা শিবরাত্রির পুণ্য সকালে নিজের কেন্দ্রে প্রচার শুরু করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মধ্য হাওড়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ রায়। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর মঙ্গল কামনা করে গতকাল আমি তারাপীঠে মায়ের কাছে পুজো দিয়েছি। আজকেও হাজার হাত কালী মন্দিরে পুজো দিয়ে মায়ের কাছে প্রার্থনা করেছি মুখ্যমন্ত্রী যেন শক্তি পান। উনি আরও এগিয়ে যান। আরও কাজ করুন মানুষের জন্য। যে উন্নয়ন তিনি করেছেন সেই উন্নয়ন সকলের কাছে আরও পৌঁছে যাক। নন্দীগ্রামের ঘটনা নিয়ে বিরোধীরা যারা কটাক্ষ করছেন তাঁদের সৌজন্যতা শিষ্টাচার বলে কিছুই নয়। অসভ্যের মতো তাঁরা এই বিষয় নিয়ে কটাক্ষ করছেন।

তাঁকে কটাক্ষ করা মানে মহিলা জাতিকে অপমান করা।” উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকালে শিবরাত্রির পুণ্য দিনে হাওড়ার হাজার হাত কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন মধ্য হাওড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ রায়। আজই হাওড়ার মন্দিরতলা থেকে পায়ে হেঁটে প্রচার করেন তিনি। উপস্থিত ছিলেন বহু কর্মী সমর্থক। এদিন অরূপ রায় বলেন, আজকে শিবরাত্রির পুণ্য দিন। আজ থেকেই আমার নিজের কেন্দ্রে মন্দিরতলা থেকে প্রচার শুরু করছি। প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নকে তুলে ধরব। মায়ের কাছে প্রার্থনা করলাম মাননীয়া মুখ্যমন্ত্রী সুস্থ থাকুন। উনি আরও এগিয়ে চলুন। মানুষের জন্য উনি ভালো কাজ করুন। মানুষ দু হাত ভরে ওনাকে আশীর্বাদ করুক।