হুগলি , ৮ মার্চ:- সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে যোগ দিল বিজেপি দলে। কলকাতার রাজ্য বিজেপির কার্যালয়ে দিলীপ ঘোষ, মুকুল রায়, লকেট চ্যাটার্জী, শুভেন্দু অধিকারীর সহ বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দেন সিঙ্গুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বিধানসভা ভোটের তৃণমূলের প্রার্থী ঘোষণার দিন সিঙ্গুর থেকে তৃণমূল দলের টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন সিঙ্গুরের মাস্টারমশাই। তার ক্ষোভ আরো বেড়েছিলো সিঙ্গুর ও হরিপাল বিধানসভা কেন্দ্র থেকে র
রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরোধী গোষ্ঠী বলে পরিচিত বেচারাম মান্না ও বেচারাম মান্নার স্ত্রী করবী মান্না দুজনেই টিকিট পাওয়ায়। এবার সব ক্ষোভ উগড়ে দিয়ে জল্পনার অবসান ঘটিয়ে কোলকাতা বিজেপির রাজ্য দলীয় কার্যালয়ে গিয়ে তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তবে বিধানসভা ভোটে তৃণমূল দলের টিকিট না পেয়ে বহু নেতা নেত্রী বিজেপি দলে যোগ দেওয়ায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েই কি সকলে টিকিট পাবে ?আর পেলে বিজেপি দলের পুরোনো কর্মীদের কি হবে ?এভাবে তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগদানের হিড়িক দেখে বিজেপি দলে আদি ও নব্যদের লড়াই আরো বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। যাতে আখেরে বিধানসভা ভোটে লাভ হবে তৃণমূল দলেরই।